কুষ্টিয়ার মিরপুরে পুকুরের পানিতে ডুবে সাইদুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী ছোয়ানীপাড়া এলাকার মৃত ফাতের আলীর ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাইদুল ইসলাম তার বাড়ি থেকে বাইসাইকেল করে কালিতলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তিনি সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে মারা যান। নিহত সাইদুল মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ওসি আরও জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আল-মামুন সাগর/জেডএ/জেআইএম