অর্থনীতি

২০১৪ সালে ৩৮১ কোটি টাকা মুনাফা করেছে জনতা ব্যাংক

২০১৪ সালে জনতা ব্যাংক নীট মুনাফা করেছে ৩৮১ কোটি টাকা। তবে উল্লেখিত বছরে ব্যাংকটির খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। ২০১৩ সালে খেলাপী ঋণের হার ছিলো ১১ দশমিক ১২ শতাংশ। ২০১৪ সালে বেড়ে দাঁড়িয়েছ ১১ দশমিক ৬৯ শতাংশ।বৃহস্পতিবার জনতা ব্যাংক প্রধান কার্যালয়ে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য তুলে ধরা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে এজিএম ব্যাংকের পর্ষদ সদ্যসরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুস সালাম উপস্থিত ছিলেন।এসময় ব্যাংক কর্তৃপক্ষ বলেন, বিগত ২০১৪ সালে ব্যাংকের পরিচালন মুনাফা ছিলো হাজার ৬৮ কোটি টাকা। মোট সম্পদ দাঁড়ায় ৬২ হাজার ৯৪৫ কোটি টাকা।এসময় চেয়ারম্যান জানান, ২০১৪ সালে আমাদের আমানত দাঁড়ায় ৫১ হাজার ৬০১ কোটি টাকা। বিপরীতে ঋণ দাঁড়ায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। আমানত ও ঋণ বৃদ্ধির হার যথাক্রমে ৮ শতাংশ ও ১২ শতাংশ।ওয়াহেদুজ্জামান বলেন, জনতা ব্যাংকের কোন প্রভিশন ও মূলধন ঘাটতি নেই। মূলধন পর্যাপ্ততা ১০ দশমিক ৩০ শতাংশ।চেয়ারম্যান বলেন, ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতা থেকে ব্যাংক খাতে নানা সংকট গেছে। ২০১৪ সালে কিছুটা ঘুরে দাঁড়ায় ব্যাংক খাত।তিনি বলেন, জনতা ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হলেও মুনাফার সঙ্গে রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে এর কিছু দায়বদ্ধতা রয়েছে। আমরা সেদিকে সজাগ থেকে কাজ করে যাচ্ছি। এসএ/এআরএস/পিআর