দেশজুড়ে

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের ভারতের রোড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় খোকন কির্ত্তনীয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে। ভাংগা হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের রমেশ কির্ত্তনীয়ার ছেলে খোকন কির্ত্তনীয়া পাশের গ্রাম নয়াকান্দি থেকে বাড়ি যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় বেনাপোল-বরিশালগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের ভাংগা হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। গাড়িটি এখনও পুলিশ আটক করতে পারেনি।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম