দেশজুড়ে

রাণীনগরে বজ্রপাতে শ্রমিক নিহত

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে সোরমান আলী (৩৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের বড়খোল গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোরমান আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামের বলে জানা গেছে।

আহতরা হলেন একই গ্রামের আব্দুল কুদ্দুস ও আব্দুল হাকিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার জন্য বড়খোল গ্রামে কয়েকদিন আগে সিরাজগঞ্জ থেকে শ্রমিকরা এসেছিলেন। গোলাপ প্রামাণিকের বাড়িতে তারা অবস্থান করছিলেন। শনিবার দুপুর থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিকেলে বড়খোল গ্রামের একটি মাঠে ৮-১০ জন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ করে আকাশে বজ্রপাত হলে ঘটনাস্থলে সোরমান আলী মারা যান। এ সময় পাশে থাকা আরও দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ সুরতহালের পর পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্বাস আলী/আরএআর/জেআইএম