নওগাঁয় সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রেজাউল ইসলাম (৪০) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার হাঁপানিয়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রেজাউল মোটরসাইকেল চালিয়ে নওগাঁ শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মহাদেবপুরগামী একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রেজাউল গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।
আব্বাস আলী/আরএআর/এমএস