দেশজুড়ে

স্কুলের জায়গা দখল করে ক্লাব ঘর নির্মাণ

নওগাঁর বদলগাছী উপজেলা বালুভরা ইউনিয়নের নিহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে ক্লাব ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

সেই সঙ্গে ক্লাব ঘরে যুবকরা সময়ে অসময়ে উচ্চ শব্দে গান বাজনা করায় পড়াশুনার বিঘ্ন ঘটছে। জায়গাটি দখল মুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে এলাকার কিছু ক্ষমতাবান ব্যাক্তির সহযোগিতায় যুবকরা টিন দিয়ে ক্লাব ঘর নির্মাণ করে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হয়।

বিদ্যালয় চলাকালীন সময়ে ক্লাব ঘরে যুবকরা সময়ে অসময়ে ক্যারাম বোর্ড খেলা ও উচ্চ শব্দে গান বাজনা করে থাকেন। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার বিঘ্ন ঘটে।

এই বিদ্যালয়ে প্রাচীর না থাকায় পেছনে রাস্তা থাকা সত্ত্বেও ভ্যান, ভটভটি ও ট্রাক্টর মাঠের ভেতর দিয়ে চলাচল করে। এতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা ও অ্যাসেমবলি করতে পারে না।

এছাড়া যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষকরা। বিদ্যালয়ের চলাকালীন সময়ে গ্রামের বিভিন্ন অনুষ্ঠান, সভা ও সেমিনার করা হয়ে থাকে।

এ বিষয়ে ৫ম শ্রেণির কয়েক জন শিক্ষার্থী জানায়, শব্দের কারণে ক্লাসে মনোযোগ দিতে পারি না। শব্দে আমাদের ক্লাসের বিঘ্ন ঘটে। এছাড়া মাঠের ভেতর দিয়ে রাস্তা হওয়ায় খেলাধুলাও করা যায় না।

এ নিয়ে সহকারী শিক্ষিকা আখতারুনেছা বলেন, অনেক সময় উচ্চ শব্দের কারণে ঠিকমতো পাঠদান করা সম্ভব হয় না। নিষেধ করা হলেও তা মানা হয় না।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফতাব হোসেন বলেন, এলাকার কিছু ক্ষমতাবান ব্যক্তির প্ররোচনায় তরুণ যুবকরা বিদ্যালয়ের জায়গা দখল করে ক্লাব ঘর নির্মাণ করেছে।

অনেক বাধা দিয়েও বন্ধ করা সম্ভব হয়নি। উল্টো আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হয়। ক্লাব ঘরে গান বাজনা করায় কোমলমতি শিশুদের পড়াশুনার পরিবেশ নষ্ট হচ্ছে।

আনিছুর রহমান বলেন, তার জমিতে সাময়িকভাবে ক্লাব ঘর নির্মাণ করা হয়েছে। যেখানে গ্রামের যুবক ছেলেরা এলাকার উন্নয়নে কাজ করছে। তবে ক্লাব ঘরটি স্কুলের জমিতে সামান্য পরিমাণ জায়গায় পড়েছে।

জানতে চাইলে বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।

আব্বাস আলী/এএম/জেআইএম