দেশজুড়ে

কমান্ড্যান্ট মানিক চৌধুরীকে ভুলা যাবে না : আলোচনা সভায় বক্তারা

কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র স্বাধীনতা পদক প্রাপ্তিতে হবিগঞ্জে আলোচনা সভায় বক্তারা বলেছেন, মাটি মানুষ নিয়ে কাজ করেছেন বলেই কমান্ড্যান্ট মানিক চৌধুরীকে ভুলা যাবে না। তিনি একজন সংগ্রামী মানুষ ছিলেন। জীবনের সবটুকু সময় তৃর্ণমুল মানুষের জন্য কাজ করে গেছেন। আর মুক্তিযুদ্ধে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। আমরা তার স্মৃতিকে ধরে রাখতে চাই। তিনি সব সময় আমাদের মধ্যে রয়েছেন।মুক্তিযুদ্ধে অসামান্য সাহস বীরত্বের জন্য কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্বাধীনতা পদক-২০১৫ প্রাপ্তিতে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ভাষা সৈনিক এনামুল হক মোস্তফা শহীদ এর সভাপতিত্বে সভায় বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখায় বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করেছেন। শুধু তাই নয় এ সংগ্রামী বীরকে (কমান্ড্যান্ট মানিক চৌধুরী) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও পদক দিয়ে সম্মানিত করেছিলেন।বক্তারা বলেন, কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র গুণের কথা বলে শেষ করা যাবে না। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র সহধর্মিণী বেগম রোকেয়া চৌধুরী’র আমন্ত্রণে ও তাদের সন্তান এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সুজন চৌধুরী’র সার্বিক পরিচালনায় এতে আলোচক ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী বীর উত্তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, কারুশিল্প গবেষক মালেকা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্ট্রি ডা. সারোয়ার আলী, অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত।বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোতাব্বির আলী, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, ছাত্রলীগ নেতা জিয়াউল হক জিয়া, রুহেল তরফদার, সোহেল আহমেদ রিপন, ইমরান চৌধুরী, মিনহাজুল আবেদীন নাঈম, হাসান ঈমাম, ফয়সল আহমদ প্রমুখ।পরে কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র সন্তান এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী’র উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন করেন অতিথিরা। এছাড়া কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র স্মারণে একটি স্মারক প্রকাশ হয়। সভায় মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এমএএস/আরআই