দেশজুড়ে

নড়াইলে স্কুলভিত্তিক ম্যারাথন হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন

নড়াইলে স্কুলভিত্তিক ম্যারাথন হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন করেছেন সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়ার কায়সার হামিদ। রোববার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন হেলফ ফর ইউ এ প্রতিযোগিতার আয়োজন করে।প্রতিযোগিতাটি জেলা প্রশাসকের বাসভবন এলাকা থেকে শুরু হয়ে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, পায়ে হেঁটে আন্তর্জাতিক বর্ডার ক্রসকারী প্রথম এশিয়ান নারী জান্নাতুল মাওয়া রুমাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। তাছাড়া প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। হাফিজুল নিলু/এসএস/আরআইপি