দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মো. কেরামত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।

কেরামত আলীর আইনজীবী মো. মাসুদ রানা জানান, গত ১০ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানা পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় উচ্চআদালত থেকে আট সপ্তাহের নেয়া জামিনের মেয়াদ শেষ হয় বুধবার।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. শহিদুল ইসলাম কেরামত আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম