দেশজুড়ে

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শীর্ষে

শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবারের এসএসসি পরীক্ষায় ১১৪ জিপিএ-৫ পেয়ে জেলায় শীর্ষে অবস্থান করছেন। তবে এবারও এই স্কুল থেকে তিন পরীক্ষার্থী ফেল করেছে।

এই স্কুল থেকে ২২৮ পরীক্ষার্থীর মধ্যে ২২৫ জন পাস করেছে। পাসের শতকরা হার ৯৮ দশমিক ৬৮। এছাড়া শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২২০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। পাসের হার শতকরা ৯৯ দশমিক ০৯।

এছাড়া আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৩ পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন পাস করেছে। পাসের হার ৯০ দশমিক ৯০। জিপিএ-৫ পেয়েছে ছয়জন।

এদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে কথা বলেছেন শেরপুরের দুই শিক্ষকসহ ৫ শিক্ষার্থী।

সকাল ১০টায় পরীক্ষার ফলাফল গ্রহণের পর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কথা বলেন শেরপুর ও সাতক্ষীরা জেলার সঙ্গে। সেসময় প্রধানমন্ত্রীর আগ্রহে শেরপুর থেকে প্রথমেই কথা বলেন এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইমাতুন জান্নাত তুষ্টি।

এরপর পর্যায়ক্রমে কথা হয় সরকারি ভিক্টোরিয়া একাডেমির আতিক মোর্শেদ, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণা জেংছাম, ইদ্রিসিয়া কামিল মাদরাসার আব্দুল ওয়াদুদ ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হুমাইরা জাহান সৃষ্টির।

হাকিম বাবুল/এএম/আরআইপি