নড়াইলে যুদ্ধাপরাধ মামলায় গোলজার হোসেন খান (৭০) এবং দাউদ শেখকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলজার হোসেন সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে এবং দাউদ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মৃত নবীর শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাফিজুল নিলু/এফএ/এমএস