জাতীয়

জিএসপির শর্ত পূরণে ব্যর্থ বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে এ্যাকশন প্লানের মূল শর্ত এখনো বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। ফলে জিএসপি ফিরে পেতে আরও অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। ইউএসটিআর-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসটিআর বুধবার বাংলাদেশের দেওয়া অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করেছে। আর এ পর্যালোচনায় তারা মনে করছে, বাংলাদেশে শ্রম অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়।ইউএসটিআর এর প্রতিনিধি মাইকেল ফোরম্যান এক বিবৃতিতে বলেন, আমরা বাংলাদেশের দেওয়া অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করেছি।বাংলাদেশ শ্রম অধিকারসহ কিছু ক্ষেত্রে বেশ অগ্রগতি করেছে।তবে তা ওবামা প্রশাসনকে জিএসপি পুনর্বহালের সিদ্ধান্ত নিতে উৎসাহী করার মতো নয়।এখনও বাংলাদেশে শ্রমিকরা, বিশেষ করে ট্রেড ইউনিয়নে যুক্ত ব্যক্তিরা নানা ধরনের হয়রানির শিকার হয়। শ্রমিকদের পড়তে হয় সহিংসতার মুখে। শ্রমিকের অধিকার নিশ্চিতে শ্রম আইনের আরও সংস্কার প্রয়োজন।রানা প্লাজা ধসের পর শ্রমিক অধিকার ও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশের জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র।এই সুবিধা পুনর্বহালে দেওয়া হয় ১৬ দফা শর্ত।গত এপ্রিলে ইউএসটিআরের কাছে এসব শর্ত পূরণ সংক্রান্ত প্রতিবেদন পাঠায় সরকার।উল্লেখ, জিএসপির আওতায় সংশ্লিষ্ট দেশের কিছু নির্বাচিত পণ্যকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক এখন পর্যন্ত এ সুবিধা পায়নি।