চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পাওনাদারের ধাক্কায় ওমর আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত বাবর আলীর ছেলে। এলাকাবাসী জানায়, সোমবার সকালে উপজেলার দর্শনার অজ্ঞাত ৩-৪ জন ধান্যঘরা গ্রামের ওমর আলীর বাড়িতে তার ছেলে লালনের কাছে পাওনা টাকা চায়তে যায়। লালন টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা লালনকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাবা ওমর আলী বাধা দিলে অজ্ঞাত ব্যক্তিরা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমদাদ হোসেন জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সালাউদ্দীন কাজল/এসএস/আরআইপি