ময়মনসিংহে কাদিয়ানী মসজিদের ইমামকে কোপানোর ঘটনায় জড়িত সন্দেহে নেত্রকোনার আ. আহাদকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের চারিয়া গ্রাম থেকে আ. আহাদের স্ত্রী লুৎফা আক্তার ও তার দুই ভাই নিজাম উদ্দিন (২৭) এবং মাইন উদ্দিনকে (২৫) আটক করেছে। মঙ্গলবার তাদের আটক করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খাঁন মো. আবু নাসের জাগোনিউজকে জানান, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।
কামাল হোসাইন/এএম/এমএস