জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামকে হত্যার দায়ে ৪জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা গ্রামের মজির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন ওরফে টিপলু (৩০),ফরহাদ হোসেন (২৮), আলাউদ্দিনের ছেলে হায়দার আলী (৩০) ও পৌর শহরের দেওয়ানপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে শাফিন (২৩)। এদের মধ্যে শাফিন ও ফরহাদ হোসেন পলাতক আছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম তেঘর বিশা চার মাথায় তার বাবার চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে সিরাজুলকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের পিতা মজিবর রহমান বাদী হয়ে ২০০৫ সালের ১ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক খোকন আলী আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এসএস/পিআর