দেশজুড়ে

বগুড়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- নলডিঙ্গি পাড়ার আব্দুল আলীমের মেয়ে বৃষ্টি (৬) ও তার খেলার সাথী একই এলাকার ফরহাদের মেয়ে ফারজানা (৭)।

খামারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী জানান, দুপুরে বৃষ্টি তার খেলার সাথী ফারজানাকে নিয়ে মায়ের সঙ্গে পাশের বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। বৃষ্টির মা তাদের রেখে নদীর পাড়ে রোদে কাপড় শুকানোর জন্য আসলে তারা নদীতে নেমে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পানির নিচে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বুলবুল আহম্মেদ দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ।

লিমন বাসার/আরএআর/জেআইএম