টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় ফারজানা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রতনগঞ্জ সড়কের ধল্লাই নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা উপজেলার পাকুটিয়া গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ফারজানা তার বাবার সঙ্গে কালিহাতী রতনগঞ্জ সড়কের ধল্লাই এলাকা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত একটি অটোভ্যান ফারজানাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ভ্যানচালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এ বিষয়ে কালিহাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর