নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপড় সন্ত্রাসী হামলার পর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের বিভিন্ন মোবাইল নম্বর থেকে মিথ্যা মামলা ও হামলার হুমকি প্রদান করা হচ্ছে।
এ নিয়ে ডিমলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন ডিমলা থানায় সাধারণ জিডি করেন।
এদিকে ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হত্যা চেষ্টার অভিযোগে ৯ জনকে আসামি করে শুক্রবার (৫ মে) মামলা দায়ের করে। পরদিন স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করে আসামিদের গ্রেফতারের দাবি জানায়। সাংবাদিক হত্যা চেষ্টার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মামলা বাদী জাহিদুল ইসলাম গত ৪ মে ডিমলা প্রেসক্লাবের সম্পাদক জাগো নিউজ প্রতিনিধি জাহেদুল ইসাম জাহিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশ তা ৩ মে তারিখে নথিভুক্ত করেন।
পুলিশ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় সময়ের আগে নথিভুক্ত করায় এলাকার লোকজন বিষয়টি পুলিশের অতি উৎসাহী হিসেবে দেখেছেন। আদালত থেকে গত সোমবার ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ জামিন নিলেও সাংবাদিককে হত্যা চেষ্টার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন জাগো নিউজকে বলেন, পুলিশ অতি উৎসাহী হয়ে ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা নিয়েছে। সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ ৪ তারিখ দিলেও তা আগের দিন রাতে থানায় নথিভুক্ত হয়েছে।
এদিকে সাংবাদিক হত্যার চেষ্টা মামলার আসামিদের বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার না করলেও আবারও আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ মিয়া বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডিমলা থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, প্রেসক্লাবের সাংবাদিকদের হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জাহেদুল ইসলাম/এএম/এমএস