দেশজুড়ে

চাটমোহর রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

দীর্ঘদিন পর পাবনার চাটমোহর রেলস্টেশনের দুই পাশের গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ অভিযান চালান বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।রেল সূত্র জানায়, চাটমোহর রেলস্টেশনের দু`পাশের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা, হোটেলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে  ব্যবসা করছিল। এমনকি তারা এসব রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি ঘর তৈরীও করছিল। বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে স্টেশনের দু`পাশের অন্তত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।অভিযানে সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা রাফিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্থানীয়রা অভিযোগ করেন, রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারিদের যোগসাজসে ভূয়া কাগজপত্র তৈরি করে চাটমোহর রেলস্টেশনের অনেক জমি অবৈধভাবে দখল করেছিল স্থানীয় প্রভাবশালীরা।আখতারুজ্জামান আখতার/এমজেড/আরআই