নাটোর শহরের হরিশপুর এলাকায় পুলিশ লাইনের পাশে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়িতে সন্দেহজনক কোনো কিছু না পাওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকে বগুড়া ডিবি পুলিশ এবং নাটোর পুলিশ যৌথভাবে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি দুটি ঘিরে রাখে।
পুলিশ জানায়, হরিশপুর এলাকার পুলিশ লাইনের পাশে অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম-সচিব আমজাদ হোসেনের তিন তালার নিচতলায় দুই জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এছাড়াও একই এলাকায় ডা. আব্দুস সামাদের বাড়িতে চারজন জঙ্গি অবস্থান করছে বলে জানায় পুলিশ।
তবে দুপুর পর্যন্ত ওই বাড়ি দুটিতে সন্দেহজনক কোনো কিছু না পাওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করে পুলিশ।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর