নড়াইল সদর উপজেলার কোমখালী গ্রামে জিল্লুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা তরিকুল ইসলামকেও কুপিয়ে আহত করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতে কোমখালী গ্রামের মৃত ভোলাই শেখের ছেলে জিল্লুর রহমান ও তরিকুল ইসলাম পার্শ্ববর্তী গজনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সিঙ্গিয়া কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে বেপরোয়াভাবে তাদের কুপিয়ে ক্ষত-বিক্ষত করলে ঘটনাস্থলেই জিল্লুর রহমান মারা যান। এ সময় তার সঙ্গে থাকা একই গ্রামের তরিকুল ইসলাম আহত অবস্থায় পালিয়ে বাঁচেন।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে জিল্লুর রহমানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানান, নিহত জিল্লুর রহমান পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এলাকার লোকজনকে পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন তিনি। বর্তমানে তার চারটি স্ত্রী রয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
হাফিজুল নিলু/আরএআর/এমএস