৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আগামী ২১শে মে থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন এবং রোজার পরে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যানবাহনের ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক মহা-সড়কে সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রীসভায় নতুন খসড়া আইন অবিলম্বে প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং সহজ শর্তে নতুন ড্রাইভিং লাইসেন্স ও হেভী লাইসেন্স প্রদানের দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন।
এই ৭ দফা দাবি আদায়ের লক্ষে ইতিপূর্বে ২০১৬ সালের ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর কর্মবিরতি ঘোষণা করে। কিন্তু সরকারের আশ্বাসের ভিত্তিতে সে কর্মসূচি প্রত্যাহার করে নিলেও পরবর্তীতে তাদের সে দাবি মানা হয়নি। এর প্রেক্ষিতে তাদের এই দাবি আরো সোচ্চার হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শফিকুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান টিপু, সহ-সভাপতি আব্দুল মজিদ রেন্টু, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সিদ্দিকী সেতু, শ্রমিক সংগঠনের সভাপতি আবু তালেব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ অাহম্মেদ কাজল এবং পিকআপ মালিক গ্রুপের সভাপতি আলী আহম্মদ সিদ্দিকী মিঠু, সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক এসএম শাহিনুর রহমানসহ তিন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আব্বাস আলী/এফএ/জেআইএম