দেশজুড়ে

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুরের থানতলীতে হেলপারের চালানো বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর স্ত্রী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন।

নিহত ক্ষমা রাণী শরীয়তপুরের গোসাইরহাটের একটি বিদ্যালয়ের শিক্ষিক। আহত স্বামীর নাম রতন রায়, তার বাড়ি বরিশালের উজিরপুর এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুরের থানতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর থেকে শরীয়তপুরগামী ওই মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। মাদারীপুরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে বাসটি যাত্রী নামিয়ে নতুন বাস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই দুর্ঘটনায় ক্ষমা রাণী নামের এক শিক্ষিক নিহত হয়েছেন ও নিহতের স্বামী রতন রায়কে সদর হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। বাসের হেলপার পলাতক রয়েছে, হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম