দেশজুড়ে

ডিমলায় চলছে জামায়াতের অর্ধ-দিবস হরতাল

নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে (৪৪) গ্রেফতারের প্রতিবাদে ডিমলায় চলছে জামায়াতের অর্ধ- দিবস হরতাল।  হরতাল চলাকালে শিবিরকর্মী ও পল্লি চিকিৎসক সমিতির সভাপতি রেজাউল ইসলাম (৩৫) কে পুলিশ হাসপাতাল মোড় থেকে আটক করে। সে দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে। এর আগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে ডিমলা উপজেলা শহরস্থ জামায়াত কার্যালয় থেকে উপজেলা জামায়াত আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে (৪৪)  গ্রেফতার করে পুলিশ। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার আশঙ্কায় রাতেই পুলিশ দ্রুত একটি পিকআপ ভ্যানে ওই জামায়াত নেতাকে নীলফামারী থানায় নিয়ে এসে নিরাপত্তা সেলে রাখে। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত আমিরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।এদিকে উপজেলা আমিরকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার ডিমলা উপজেলায় অর্ধদিকস হরতাল ডাকে জামায়াত। হরতাল উপলক্ষে ডিমলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জাগো নিউজকে জানায়, হরতালের পক্ষে জামায়াত শিবির কোন প্রকার মিছিল, পিকেটিং করতে পারেনি। উপজেলা জামায়াত অফিসসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃত রেজাউল ইসলামকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।জাহেদুল ইসলাম/এসএস/পিআর