গণমাধ্যম

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেলো বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির অভিষেক।  শনিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন গার্ডেনে পুলিশ কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে কমিটির অভিষেক হয়।

নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  নবনির্বাচিত ক্র্যাব নেতাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারণে আইন শৃঙ্খলা বাহিনী খুবই ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন। আর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সরোয়ার আলম। আরএম/এমএমএ