দেশজুড়ে

ঠাঁই হলো দুলালের

নড়াইলে উদ্ধারকৃত ১২ বছরের কিশোর দুলালকে খুলনার বটিয়াঘাটায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পূূনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সোমবার সকালে পুলিশের সহযোগিতায় তাকে সেখানে পাঠানো হয়।

গত শনিবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় অভুক্ত অবস্থায় দুলালকে উদ্ধার করা হয়।

ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা জাফর মোল্যার ছেলে স্থানীয় হান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাঈম পারভেজ মনি জানান, শনিবার সন্ধ্যায় বাড়ি যাবার সময় স্কুলের বারান্দায় ওই কিশোরকে বসে থাকতে দেখেন। পরে তার কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে সে তার নাম দুলাল, বাবার নাম রেজ্জাক এবং মাতার নাম খাদিজা বলে জানায়। তবে তার ঠিকানা বলতে পারেনি। তাকে আংশিক প্রতিবন্ধী মনে হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, পরের দিন রোববার তিনি তাকে নিয়ে প্রথমে লোহাগড়া থানায় যান এবং করণীয় বিষয় সম্পর্কে পুলিশের কাছে জানতে চান। কিন্তু পুলিশের অসহযোগিতায় অনেকটা হতাশ হয়ে পড়েন। একটি ছেলেকে উদ্ধারের পর তেমন কারও আন্তরিক সহযোগিতা পাওয়া যায়নি।

এরপর স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফকে জানানোর পর তিনি জেলা সমাজ সেবা অফিসারের সঙ্গে আলোচনা করেন।

জেলা সমাজ সেবা অফিসার রতন কুমার হালদার জানান, রোববার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সভায় দুলালের বিষয়ে সিদ্ধান্ত অনুযায়ী পূনর্বাসন এবং তার ঠিকানা খুঁজে বের করার জন্য খুলনার বটিয়াঘাটার জলমায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।

সেই মোতাবেক নড়াইলের পুলিশের সহযোগিতা নিয়ে তাকে সোমবার সকালে পূনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এমএএস/পিআর