নওগাঁর মান্দার চৌবাড়িয়া হাটে ‘সাথী ধান্য আড়ৎ’ নামে একটি আড়তে ধানের ওজনে কমিয়ে দিয়ে কৃষকের সঙ্গে প্রতারণা করায় মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই আড়তদার দীর্ঘদিন থেকে ওজনে কম দিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা জানান, উপজেলার ভারশোঁ গ্রামের ‘সাথী ধান্য আড়ৎ’ প্রো: শম্ভুনাথ প্রামাণিক দীর্ঘদিন থেকে আড়ত দিয়ে ধান কেনা-বেঁচার ব্যবসা করে আসছিলেন। ঘটনার দিন সকালে রাজশাহী জেলার তানোর উপজেলার মালেশিরা গ্রামের কৃষক মুহিদুল ২০/২৫ মণ জিরাশাইল ধান চৌবাড়িয়া হাটে বিক্রি করতে আসেন। ধানের বাজারদর এক হাজার ১০-২০ টাকা হলেও ‘সাথী ধান্য আড়ৎ’ মণ প্রতি ১০-১৫ টাকা বেশি দিয়ে ধান কিনছিল। কৃষক মুহিদুল ওই আড়তে ধান দেয়ার সময় প্রতি মণ দেড় থেকে দুই কেজি করে ওজন কমিয়ে দেয়া হয়। ওই ধান আবার পার্শ্ববর্তী আড়তে ওজন করলে পরিমাণে ঠিক দেখায়। পুনরায় ধান আবার ওই আড়তে নিয়ে ওজন করলে কম দেখায়। এতে ধান বিক্রি করতে আসা কয়েক জন কৃষক আড়তদারের ওপর চড়াও হয়। এ সময় সাথী ধান্য আড়তের প্রো: শম্ভুনাথ প্রামাণিক পালিয়ে গেলে সাথে থাকা তার ভাই ধান ব্যবসায়ী কিংকর অরুফে কিনু এবং ওজনদার রফিকুল ইসলামকে মারধর করেন। এছাড়া পার্শ্ববর্তী আরও কয়েকটি আড়ত মালিকরা একত্রিত হয়ে তাদের বাটখারা ও দাঁড়িপাল্লা জব্দ করেন।
হাট ইজারাদার লুৎফর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমঝোতা হওয়ার কথা রয়েছে।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ্ব উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে কাউকে পাওয়া যায়নি।
আব্বাস আলী/আরএআর/আরআইপি