দেশজুড়ে

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই স্বাস্থ্যকর্মী নিহত

সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের পশ্চিম কুচিয়ার মোড় নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আইনুল হক (৪০) ও রামডাঙ্গা পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আনোয়ারুল হক (৪৫)।

নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আখতার জাগো নিউজকে জানান, বিকেলে মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত হন তারা। তাৎক্ষণিকভাবে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তারা মারা যায়।

পরিবার পরিকল্পনা বিভাগ নীলফামারীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম জাগো নিউজকে জানান, তারা দু’জনই দিনাজপুরে প্রশিক্ষণ নিচ্ছিলো। আইনুলের ছেলে অসুস্থ হওয়ায় বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

তিনি জানান, আইনুল হক ডিমলা সদরের কুটিপাড়া এবং আনোয়ারুল হক নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা ছিলেন।

জাহেদুল ইসলাম/এমএএস/আরআইপি