দেশজুড়ে

নাটোরে ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ, বিপাকে জনসাধারণ

নাটোরের সিংড়ায় অবৈধভাবে চাঁদাবাজির প্রতিবাদে নাটোর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। পূর্ব ঘোষণা না দিয়ে হঠাৎ করে বাস বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে যাত্রী সাধারণ।

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ কুমার পোদ্দার জানান, নাটোরের সিংড়ায় অবৈধ ভাবে ৭/৮ জন গাড়ির মালিক একটি মালিক সমিতি তৈরি করে চাঁদাবাজি করে আসছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাদের সঙ্গে বৈঠক করেও কোনো কাজে আসেনি। এরই এক পর্যায়ে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে নাটোর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়াটা আইন সম্মত নয়। কোনোভাবেই যাত্রীদের হয়রানি না করতে মালিক সমিতিকে নির্দেশ দেয়া হয়েছে।

এফএ/পিআর