নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলাম আকন্দ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ২৬ হাজার ৫৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল কদ্দুছ নৌকা প্রতীক নিয়ে ২৩ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে মদন পৌরসভাসহ ৮ ইউনিয়নে ৪৫টি কেন্দ্রে এক লাখ ৭ হাজার ৩৫৭ ভোটারের মধ্যে ৫০ হাজার ৪৪৭ জন ভোট প্রদান করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ভোটারের উপস্থিতি ছিল কম, পুরুষের চেয়ে নারী ভোটার ছিল বেশি।
কামাল হোসাইন/আরএআর/আরআইপি