ঝিনাইদহের ধানবাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ১টি বাড়ি ও ৫টি স্পটে অভিযান শুরু হয়েছে।
ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পুনরায় এ অভিযান শুরু করেছে বলে জানায় র্যাব। ওইসব আস্তানার আশপাশের দুইশ গজ এলাকায় গতকাল থেকে ১৪৪ ধারা জারি রয়েছে।
গতকালের (মঙ্গলবার) অভিযানে জঙ্গি আস্তানা ও বিভিন্ন স্পট থেকে সেলিম ও প্রান্ত নামে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ওই অভিযান সেখান থেকে ১৮৬টি পিবিসি সার্কিট বোর্ড, নিওজেল ১৮টি, রাসায়নিক দ্রব্য ৪ ড্রাম, ১টি এন্টি মাইন ও ২টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার কার হয়।
মঙ্গলবার দুপুরে সার্বিক বিষয় নিয়ে র্যাব-৬ এর অধিনায়ক (সিও) খন্দকার রফিকুল ইসলাম প্রেসব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল প্রান্ত (১৭) ও সেলিম (৩৫) নামের দুই নব্য জেএমবি’র সদস্যকে গ্রেফতার করে। আজ সকালে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আবারও এ অভিযান শুরু করে।
এদিকে গতকাল রাত থেকে সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে প্রান্ত ও সেলিমের দুইটি বাড়ি ঘিরে রাখে র্যাব।
আহমেদ নাসিম আনসারী/এমএএস/আরআইপি