ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে স্থানীয় ও জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর গ্রামের সারং বাড়ি ও মেরাসানি বাড়ির ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সারং বাড়ির ছেলেরা বিজয়ী হয়। এ নিয়ে দুই বাড়ির লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে বুধবার বিকেলে সারেং বাড়ির খাইরুলের নেতৃত্বে কিছু যুবক মেরাসানি বাড়ির সামনে গেলে মেরাসানি বাড়ির জাকির ও সোহাগের সঙ্গে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস