বলিউডে এখন চাহিদার তুঙ্গে আছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণের নায়ক প্রভাস। আর থাকবেন নাই বা কেন? এসএস রাজমৌলির ‘বাহুবলী’ সিরিজে দুর্দান্ত অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন এই নায়ক।
তাই প্রভাসকে নিয়ে বলিউডে ছবি নির্মাণের কথা ভাবছিলেন বলিউডের অনেক প্রযোজক। তাদের মধ্যে এগিয়েছিলেন জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করন জোহর।
তিনি প্রভাসকে নিয়ে একটি ছবি নির্মাণের কথা ভাবছিলেন। তবে করন জোহরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রভাস। এই নায়ক জানান, এখনি বলিউড বা অন্যকোথাও কাজের ইচ্ছে নেই তার। বর্তমানে তার নতুন ছবি ‘সাহো’র শুটিং চলছে এবং সেখানেই সম্পূর্ণ মনযোগী হতে চান প্রভাস।
‘বাহুবলি-২’ হিন্দী ভার্সনের পরিবেশনার দায়িত্ব নিয়েছিলেন করন জোহর। সেই সুবাদেই ব্যবসাসফল এই নায়ককে নিয়ে নতুন বাজি ধরতে চেয়েছিলেন তিনি। তবে প্রভাস তাকে জানিয়ে দেয়ছেন, তাকে নিয়ে কাজ করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে করন জোহরকে।আরএএইচ/এলএ