দেশজুড়ে

ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে এক জামায়াত কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলছে।

এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৩ জন, শৈলকুপা থেকে ৮ জন, মহেশপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৭ জন, কালীগঞ্জ থেকে ৬ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন ও কোটচাঁদপুর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি