মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, সক্ষমতা বৃদ্ধি এবং কর প্রদানের সুফল ও গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার মাধ্যমে উৎস কর কর্তন (টিডিএস) কার্যকর করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ জন্য কর কর্মী ও কর্মকর্তা এবং দেশব্যাপী সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। টিডিএস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণ নিশ্চিত করা হবে যা যথাযথ আয়কর আদায়ে সরকারের জন্য সহায়ক হয়। বুধবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে টিডিএস বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। এনবিআর’র ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসেস (টিএসিটিএস) এ সেমিনারের আয়োজন করে। এই সেমিনার আয়োজনকে যথোপযুক্ত উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব সকল সচিবকে নিজ নিজ মন্ত্রণালয়ের অর্থ ব্যয়কালে টিডিএস ও ভ্যাট কর্তন নিশ্চিত করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আয়কর কর্তৃপক্ষ কর বৃদ্ধির পরিবর্তে করের আওতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে টিডিএস হবে একটি কার্যকর হাতিয়ার। তবে সংশ্লিষ্ট কর কর্মকর্তা ও জনগণকে এ ব্যাপারে আরো সচেতন হতে হবে। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ সেমিনারে বক্তব্য রাখেন। এনবিআর সদস্য এবং টিএসিটিএস’র প্রকল্প পরিচালক পারভেক ইকবাল সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। একে/আরআইপি