রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ ছাত্র আবাসিক হলে নতুন জিমনেসিয়ামের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই জিমনেসিয়ামের উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ প্রফেসর বিশ্বনাথ শিকদার।উদ্বোধনী অনুষ্ঠানে প্রাধ্যক্ষ প্রফেসর বিশ্বনাথ শিকদার বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুস্বাস্থ্য খুবই জরুরি। ছাত্ররা হলে থেকেই যাতে পড়াশেনার পাশাপাশি শরীর গঠনে সচেতন হতে পারে তাই এটি তৈরি করা হয়েছে।তিনি আরো বলেন, জিমনেসিয়ামের জন্য সাইকেলিং ও পেশী গঠনের জন্য দুটি নতুন যন্ত্র আনা হয়েছে। এই মাসের শেষে আরো যন্ত্র আনা হবে বলে জানান তিনি।হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সুবিধাগুলো চিন্তা করে এই জিমনেসিয়াম উদ্বোধনের ব্যাপারে একাধিকবার প্রাধ্যক্ষের সঙ্গে আলোচনা করেছি। অবশেষে প্রাধ্যক্ষ ও ছাত্রলীগের চেষ্টায় এটি উদ্বোধন করা সম্ভব হয়েছে। এভাবে একের পর এক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পূর্ণরূপে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে জানান তিনি।এসময় এখানে আরো উপস্থিত ছিলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুর রহমান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. সুমন হোসেন, বাংলা বিভাগের প্রভাষক গৌতম দত্ত।এমজেড/আরআইপি