দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, সাবেক নাজিমে তালিমাত ও তারানায়ে দারুল উলুম দেওবন্দের রচয়িতা উস্তাদে মুহতারাম হজরত মাওলানা রিয়াসত আলী বিজনুরি স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় আকস্মিক হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
তাঁর ইন্তেকালে দারুল উলুম দেওবন্দসহ তাদের ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
এমএমএস/এমএস