লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ইব্রাহিম হোসেন, শাহিদা বেগম, সাত্তার হোসেন, আয়েশা আক্তার, সামিয়া আক্তার, জাহানারা বেগম, আরিক হোসেন, সোহাগ হোসেন ও রিপনসহ ২৫ জন। আহত যাত্রী সাত্তার হোসেন ও আরিফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবার বাড়ি ভোলা জেলার দোলতখান, চরফ্যাশন উপজেলায়।পুলিশ জানায়, রাতে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ভোলা ট্রান্সপোর্ট নামের পরিবহনটি লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নারী-পুরুষসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল হাসেম জাগো নিউজকে জানান, আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদরসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে।এমজেড/এমএস