লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার আলোচিত ৯৭ লাখ ৪৮ হাজার ২৬৩ টাকার টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সাধারণ ঠিকাদারদের অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এ কে এম টিপু সুলতান এ টেন্ডার কার্যক্রম স্থগিত করেন। এসময় অনিয়ম তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্ত না হওয়া পর্যন্ত দরপত্রের কার্যক্রম স্থগিত রাখার জন্য মেয়রকে নির্দেশ দেয়া হয়। এ নিয়ে শুক্রবার কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়।রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী জাগো নিউজকে বলেন, দরপত্রের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশের চিঠি পেয়েছি। জেলা প্রশাসক দরপত্রের অনিয়ম খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেন। বিকেলে এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এ কে এম টিপু সুলতান জাগো নিউজকে বলেন, অনিয়মের অভিযোগ পেয়ে টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সিনিয়র সহকারী কমিশনার সুজন চৌধুরীকে প্রধান ও জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা অরুনেন্দ্র কিশোর চক্রবর্তীকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, রায়পুর পৌরসভা এলাকার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কারের জন্য ৯৭ লাখ ৪৮ হাজার ২৬৩ টাকার দরপত্র আহ্বান করা হয়। বুধবার শিডিউল বিক্রির শেষ দিন ও বৃহস্পতিবার তা দাখিলের শেষ দিন ছিল। কিন্তু বুধবার রাতেই রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ দলের উপজেলা শাখার কয়েকজন নেতার পরামর্শে এ কাজের নিয়ন্ত্রণ করেন। নিজেদের মধ্যে লটারি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকে কাজ ভাগাভাগি করে দেয়া হয়। যারা কাজ নিয়েছেন তাদেরকে পনের শতাংশ টাকা দলের তহবিলে জমা দিতে হয়েছে। কাজল কায়েস/এমজেড/এমএস