চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩শ` ৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ সীমান্তে টহল দেয়ার সময় ৯২/১ এস পিলারের কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানার মহাখোলা গ্রামের মৃত মাখন বিশ্বাসের ছেলে বুজো বিশ্বাসকে (৪২) আটক করা হয়। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খলিয়া গ্রামের কুদ্দুস মণ্ডল (৪০) ও একই গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে শফিকুলকে (৪৫) আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ৩শ` ৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। মুন্সিপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে। এমজেড/এমএস