ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে পূর্ব কৃষ্ণনগর গ্রামের একটি কবরস্থানে মাটিতে পুতে রাখা অবস্থায় আরিফুলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা আরিফুলের মরদেহ কবরস্থানে পুতে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম