আগামী ১০ জুন থেকে উত্তরাঞ্চলের প্রধান ডিপো বাঘাবাড়ি হতে এলপিজি গ্যাস উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতি।
চার দফা দাবি আদায়ে তারা এ ঘোষণা দেন। মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের নামাজগড়ে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনিবার্হী পরিষদের এক জরুরি সভায় তারা এ সিদ্ধান্ত নেন।
চার দফার মধ্যে রয়েছে, অবিলম্বে বিপিসির বগুড়া ডিপো চালু, ক্রটিপূর্ণ গ্যাস সিলিন্ডা সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা, এলপি গ্যাস ডিলারদের কমিশন বৃদ্ধি এবং চাহিদা মোতাবেক গ্যাস সরবরাহ করা।
সভায় বলা হয়, আগামী ৮ জুনের মধ্যে সরকার এই চার দফা দাবি বাস্তবায়ন না করলে আগামী ১০ জুন থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ডিলাররা বাঘাবাড়ি ডিপো থেকে সকল প্রকার এলপি গ্যাস উত্তোলন বন্ধ করবেন।
সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মিজানুর রহমান রতন, শহিদুল আলম রবি, শফিকুল ইসলাম খোকন, বজলুর রশিদ, আসলাম খান, সুলতান মাহমুদ, সমর দাস প্রমুখ।
রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু চার দফা দাবির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার দাবি না মানলে গ্যাস উত্তোলন বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই।
এমএএস/এমএস