ঠাকুরগাঁও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল মজিদ আপেল সভাপতি ও দেবাশীষ দত্ত সমীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুফ চৌধুরী।
পরে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, কেন্দ্রয়ীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এমরানে হোসেন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, মাহাবুব রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল।
সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুফ চৌধুরী নির্বাচনের মাধ্যমে আব্দুল মজিদ আপেলকে সভাপতি ও সমীর দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
রিপন/এমএএস/আরআইপি