ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকেরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের রামদয়াল বাজার সংলগ্ন বাড়িতে এ অগ্নিসংযোগ করা হয়। পরে রামগতি ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণ করে।
মঙ্গলবার চরআলগীসহ তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনটিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
কাজল কায়েস/এফএ/আরআইপি