ক্যাম্পাস

জবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

‘বিতর্কে শাণিত চৈতন্য’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ১৩ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অায়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিতর্কের মূল উদ্দেশ্য হচ্ছে এর উপসংহার বের করা, আর এটাই হচ্ছে বিতর্কের স্বার্থকতা। বিতর্ক এক ধরনের শিল্প। অতীতেও উপমহাদেশে বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা ছিল। ধর্মীয় বিধি-বিধানের মধ্যেও তর্ক-বিতর্কের মধ্য দিয়ে সত্য যাচাই হয়ে থাকে।

উপাচার্য আরও বলেন, ডিবেটিং সোসাইটির কার্যক্রম শুধুমাত্র কিছু আনুষ্ঠানিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসার মাঝে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দৈনন্দিন জীবনে এটির অনুশীলন করতে হবে। মানুষ এবং জড় পদার্থের মূল পার্থক্য মানুষ চিন্তা করতে পারে। আর চিন্তা-চেতনার মধ্য দিয়ে তর্ক-বিতর্কের আবির্ভাব।

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্য সমৃদ্ধ বিতর্ক প্রতিযোগিতা চর্চার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ রায়হানের সঞ্চালনায় ও বিশ্ববিদ্যালয় ডিবেটেটিং সোসাইটির সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও ডিবেটিং সোসাইটির মোডারেটর মো. নজরুল ইসলাম প্রমুখ।

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় লোক প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ান ও নৃবিজ্ঞান বিভাগ রানার্স আপ হয়। অনুষ্ঠান শেষে উপাচার্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। এবারের বিতর্ক প্রতিযোগিতায় ২৯টি বিভাগের ৩৪টি দল অংশগ্রহণ করে।

এসএম/জেএইচ/জেআইএম