নওগাঁর পত্নীতলায় দুটি ককটেলসহ রাসেল (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোটজাম বাড়িয়া গ্রামের বিদ্যুৎ ব্যাপারীর ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে ৭-৮ জন কিশোর হেঁটে জেলার সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল। এসময় ব্যাগে থাকা একটি ককটেল বিস্ফোরণে বিকট শব্দ হয়। স্থানীয়রা শব্দ পেয়ে তাদের তাড়া করলে বাকিরা পালিয়ে গেলেও রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই ব্যাগ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল ও তালা ভাঙার একটি যন্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ছিনতাইকারীর দল। কিশোররা কেন ককটেল নিয়ে এলাকায় এসেছিল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এফএ/পিআর