টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান (৩০) উপজেলার বেলটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাফিজুর রহমান মোটরসাইকেলযোগে রাস্তা পার হওয়ার সময় ঘটনাস্থলে জামালপুরগামী লোকাল একটি ট্রেনের নিচে কাটা পড়ে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম