দেশজুড়ে

লোহাগড়ায় যুবককে কুপিয়ে পা বিচ্ছিন্ন

নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রাম ফের অশান্ত হয়ে উঠেছে। ডাবল মার্ডারের পর দীর্ঘ আট মাস শান্ত থাকার পর প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ আবার মুখোমুখি অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষের লোকজন রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারমল্লিকপুর গ্রামের শুকুর শেখের ছেলে রফিকুল শেখ (৩৫) সিগারেট কেনার জন্য পারমল্লিকপুর ভ্যানস্ট্যান্ডে এসেছিলেন।

সেখানে থাকা দুলাল ঠাকুর সমর্থিত সুজন মুন্সী, আলামিন ঠাকুর ও জাকির ঠাকুর ছ্যান দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে রফিকুলের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

হাফিজুল নিলু/এএম/জেআইএম