আইন-আদালত

নবকাম ডিগ্রি কলেজ জাতীয়করণ নিয়ে রুল

ফরিদপুরের সালথা উপজেলার নবকাম ডিগ্রি কলেজকে বাদ দিয়ে সালথা ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্তি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী তিন সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কলেজসহ নয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মিজানুর রহমান নামের এক ব্যক্তির দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল। গত ২২ মে এ বিষয়ে রিট আবেদন করেন মিজানুর রহমান। ওই রিটের শুনানি করে আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

আইনজীবী অ্যাডভোকেট আবু ইয়াহিয়া বলেন, ‘রিটে বলা হয়েছে, সালথা ডিগ্রি কলেজ নামে যে কলেজটি জাতীয়করণ করা হয়েছে, তা গড়ে উঠেছে মাত্র এক একর ১৬ শতাংশ জমির ওপর। শিক্ষক মাত্র ১৪ জন এবং শিক্ষার্থী সংখ্যাও কম। কিন্তু নবকাম ডিগ্রি কলেজ গড়ে উঠেছে চার একর ৩৬ শতাংশ জমির ওপর। কলেজের শিক্ষক ৫০ জন এবং শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি। তারপরও কলেজটি জাতীয়করণ না করায় এ রিট করা হয়।’

এফএইচ/এমএমএ/আরআইপি