নিয়ন্ত্রণ হারিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম মুঠোফোনে জাগো নিউজকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের (ঢাকা মোট্রো-ব ১৪-৯২১৫) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুঠোফোনে জাগো নিউজকে বলেন, বাসটি উদ্ধার করতে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, স্থানীয় থানার পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
রওশন আলম পাপুল/এমএএস/জেআইএম